লক্ষ্মীছড়িতে গুলিতে বোরকা পার্টির এক সদস্য নিহত, আহত ১

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
lakshmichhari-261x300
লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নারায়ন মারমা নামে বোরকা পার্টির(স্থানীয়দের ভাষায়) এক সদস্য একজন নিহত ও জীতেন চাকমা ওরফে ঝিমি নামে আরেকজন আহত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে লক্ষ্মীছড়ি সদরের বেলতলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দু’জনই সন্তু লারমার মদদপুষ্ট বোরকা পার্টির চাঁদা আদায়কারী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। নিহত নারায়ন মারমার বাড়ি কাপ্তাই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, শনিবার দুপুরে লক্ষীছড়ি সদরের বেলতলি এলাকায় ধুরুংখালে বাঁশের চালি থেকে চাঁদা আদায়কালে অজ্ঞাত বন্দুকধারীরা নারায়ন মারমা ও জীতেন চাকমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নারায়ন মারমার মৃত্য হয় এবং জীতেন চাকমা আহত হয়।  জীতেন চাকমাকে লক্ষ্মীছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদা আদায়কে কেন্দ্র করে নিজেদের মধ্যেকার আন্তঃকোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

লক্ষ্মীছড়ি থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে তা তারা জানাতে পারেনি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More