লক্ষ্মীছড়িতে তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ সত্যি নাকি গুজব?

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Laxmichariখাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বিনাজুড়ি এলাকা থেকে তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার সময়ে এ অপহরণের ঘটনা ঘটে বলে অভিযোগে জানা যায়। যাদেরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয় তারা হলেন, ৮৫নং বর্মাছড়ি মৌজার প্রধান হেডম্যান সাথোয়াইপ্রু মারমা(৫২), ৩নং বর্মাছড়ি ইউপি সদস্য ভূষণ চাকমা ওরফে বসু(৫০) ও মেম্বারের মেয়ের জামাই কুতুবছড়ি এলাকার তুফান চাকমা(২৭)।

বুধবার সকাল সাড়ে ৮টার সময়ে কতিপয় অজ্ঞাত যুবক হঠাৎ করে এসে তাদের বিনাজুড়ি এলাকায় থেকে তাদেরকে নিয়ে যায় বলে অভিযোগ করা হলেও কে বা কারা তাদের নিয়ে গেছে তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেনি।

এদিকে, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খোঁজ নিয়েও এ ধরনের কোন ঘটনার কথা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন গ্রামবাসী এ প্রতিবেদককে বলেন, আমাদের এলাকায় এ ধরনের অপহরণের কোন ঘটনা ঘটেনি। গুজব ছড়িয়ে কেউ হয়তো ফায়দা লুটার চেষ্টা করছে বলেও তারা মন্তব্য করেন।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অপহরণের ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে তাৎক্ষনিক পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More