লক্ষ্মীছড়িতে স্কুল পিকনিকে সেনাবাহিনীর হয়রানি!

0

সিএইচটি নিউজ ডটকম

পিকনিক মঞ্চের দিকে যাচ্ছে কয়েকজন সেনা সদস্য
# পিকনিক মঞ্চের দিকে যাচ্ছে কয়েকজন সেনা সদস্য

লক্ষ্মীছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার আন্ত:স্কুল পিকনিকে সেনাবাহিনী নানা হয়রানি করেছে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গতকাল শুক্রবার (১১ মার্চ) লক্ষ্মীছড়ি উপজেলার জনপ্রতিনিধি ও স্থানীয় মুরুব্বীদের সমন্বয়ে গঠিত শিক্ষা মনিটরিং কমিটির উদ্যোগে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানে এক আন্ত:স্কুল পিকনিক আয়োজন করা হয়। পিকনিকে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।

সেনা সদস্যরা পিকনিকে অংশগ্রহণকারীদের ছবি তুলছে
# সেনা সদস্যরা পিকনিকে অংশগ্রহণকারীদের ছবি তুলছে

পিকনিকের অনুষ্ঠান যখন শুরু হয় তখন লক্ষ্মীছড়ি জোনের টু-আইসি মেজর মনির-এর নেতৃত্বে দুই পিকআপ সেনা সদস্য পিকনিক স্থলে উপস্থিত হয়ে অনুমতি ব্যতীত নিজেদের ইচ্ছেমত অংশগ্রহণকারীদের ছবি তোলে ও ভিডিও ধারণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পিকনিক স্থলের পাশে সেনা সদস্যরা
# পিকনিক স্থলের পাশে সেনা সদস্যরা

এদিকে, সকাল থেকে সেনারা পিকনিক স্থল ঘিরে চা বাগানের রাস্তায় বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে চেক পোষ্ট বসায়। পিকনিক শেষ হওয়ার পর বিকেলে অংশগ্রহণকারীরা যখন নিজ নিজ জায়গায় ফিরে যাচ্ছিল তখন সেনারা গাড়ি আটকিয়ে চেক করে, ছাত্র-ছাত্রীদের ছবি তোলে, নাম-ঠিকানা, মোবাইল নম্বর, গাড়ি নম্বর লিপিবদ্ধ করা সহ নানা হয়রানি করে।

পিকনিকের মতো একটি আনন্দ অনুষ্ঠানে সেনাবাহিনীর এ ধরনের হয়রানিমূলক কর্মকান্ডে এলাকার জনপ্রতিনিধি ও মুরুব্বীগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।  এটা সেনাবাহিনীর চরম বাড়াবাড়ি বলে তারা মন্তব্য করেছে।

Army4
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More