শহীদ মিঠুন চাকমার স্মরণসভায় আসা লোকজনকে প্রশাসনের বাধা প্রদান

0

খাগড়াছড়ি প্রতিনিধি : রাষ্ট্রীয় পরিকল্পনায় সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক খুন হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমার স্মরণে আজ ১৪ জানুয়ারি খাগড়াছড়ির স্বনির্ভর মাঠে আয়োজিত স্মরণসভায় যোগদানকারী লোকজনকে বিভিন্ন স্থানে বাধা প্রদান করছে প্রশাসন।

জেলার রামগড়, মানিকছড়ি ও গুইমারা উপজেলা থেকে লোকজন স্মরণসভায় আসতে চাইলে গাড়ি আটকিয়ে দেয় সেনা ও পুলিশ প্রশাসন। রামগড় উপজেলার যৌখ খামার, মানিকছড়ির আমতল ও গুইমারা উপজেলার জালিয়া পাড়া এলাকায় সেনা-পুলিশ সকাল থেকে যৌথভাবে অবস্থান নেয়। এসব স্থানে স্মরণসভায় যোগদানের উদ্দেশ্য আসা লোকজনকে বহনকারী গাড়িগুলো থামিয়ে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে।

এদিকে গুইমারা উপজেলার পাহাড়ি অধ্যুষিত রামেসু বাজার এলাকায় সকাল থেকে কোন গাড়ি ঢুকতে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More