শহীদ রূপন, সমর, সুকেশ ও মনোতোষকে স্মরণ করলো বাঘাইছড়িবাসী

0

সিএইচটিনিউজ.কম

শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়
শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা পালন করা হয়

বাঘাইছড়ি : শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা পালনের মধ্য দিয়ে চার শহীদ রূপন, সমর, সুকেশ ও মনোতোষকে গভীর শদ্ধাভরে স্মরণ করলো বাঘাইছড়ি এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) বিকাল ৪টার সময় চার শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মোববাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সন্ধ্যায় বৌদ্ধ বিহারে বাতি প্রজ্জ্বলন ও পরদিন রবিবার সকালে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করে শহীদদের প্রতি মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ১২ই জুন বাঘাইছড়ি উপজেলার লাইল্যা ঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে সেনা কমান্ডার লে: ফেরদৌস কর্তৃক অপহরণের প্রতিবাদে ২৭ জুন ‘৯৬ বাঘাইছড়ি উপজেলায় সড়ক ও নৌ পথ অবরোধ পালন করতে গিয়ে সেনাবাহিনী উস্কানিতে পুলিশ, ভিডিপি ও সেটলারদের দ্বারা খুন, গুম হয়ে নির্মমভাবে শহীদ হন রূপন চাকমা, সমর বিজয় চাকমা, সুকেশ চাকমা ও মনোতোষ চাকমা।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More