সাজেকে সেনাবাহিনীর হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

0

Sajekসাজেক প্রতিনিধি ।। বাঘাইহাট জোন কর্তৃক যানবাহন চলাচলে বাধা প্রদান, এলাকার ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা দাবি, জনগণকে হয়রানি, সাম্প্রদায়িক উস্কানি দান ও সকল ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধের দাবিতে আজ ২৩ মার্চ বুধবার বেলা ২টায় সাজেক এলাকাবাসীর ব্যানারে সাজেক রেতকাবা এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, জ্যোতিলাল  চাকমা, সুদর্শী চাকমা, মৃনালিনী খীসা, শুভদর্শি চাকমা ও সুপন চাকমা প্রমুখ।
বক্তরা বলেন, বাঘাইহাট জোনের সেনাবাহিনী কতৃর্ক সাজেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী কর্তৃক যানবাহন চলাচলে বাধা প্রধান করায় রোগীসহ সর্বসাধারণের চলাচল ব্যাঘাত
 সৃষ্টি হয়েছে

বক্তরা অভিযোগ করে বলেন, কি কারণে সেনাবাহিনী কর্তৃক যানবাহন চলাচলে বাধা প্রধান করা হচ্ছে তা এলাকাবাসীর অজানা। তারা বলেন, এযাবত আমরা সড়ক নৌপথে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেএসএস- ইউপিডিএফ মতন দলগুলোর হরতাল-অবরোধ দেখলেও সেনাবাহিনী কর্তৃক হরতাল-অবরোধ দেখিনি। সেনাবাহিনী কর্তৃক অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডাকায় জনগণ বিস্মিত।

বক্তারা আরো বলেন, আমরা শুনেছি বাঘাইহাট, মাচালঙ এলাকায় সেনাবাহিনী কতৃর্ক পাহাড়ি-বাঙ্গালি ঝাড়ুফুল ব্যবসায়ীদের নিকট হতে এককালিন চাঁদা দাবি করা হয়েছে। সরকারী বেতন-ভাতা প্রাপ্ত নিরাপত্তা বাহিনী কর্তৃক চাঁদা দাবি সম্পূর্ণ অন্যায় এবং অযোক্তিক।

বক্তারা অবিলম্বে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর কর্তৃক জনগণকে হয়রানি, সাম্প্রদায়িক উস্কানিদান ও সকল ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে সাজেক এলাবাসী বৃহত্তর আনন্দোলনের কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।
——————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More