সান্তাল পল্লীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
JMC protest Dhaka, 27.01.2015ঢাকা: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সান্তাল পল্লীতে হামলাকারী ভূমি দস্যুদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম-এর সভাপতিত্বে ও পিসিপি নেতা বিনয়ন চাকমার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের নেতা আব্দুস সাত্তার, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি থুইক্যচিং মারমা। সমাবেশে আরো উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরুপা চাকমা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা ফয়সাল মাহমুদ।

বক্তারা সান্তাল গ্রামে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী ভূমিদস্যুদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২৪জানুয়ারী সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবিবপুর চিড়াকুটা সান্তাল গ্রামে ভূমিদস্যু জহিরুল ইসলাম গং সান্তালদের মালিকানাধীন জমিতে জোরপূর্বক চাষ করতে গেলে ভূমির মালিক ও সান্তালরা প্রতিরোধ করে। এতে সোহাগ নামে একজন ভূমিদস্যু নিহত হয়। এ ঘটনাকে  পুঁজি করে ভূমিদস্যুরা সান্তালদের গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যাপক ভাংচুর- লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করে। এতে গর্ভবতী এক নারিও আহত হয়।  এ ঘটনায় পুলিশ হামলাকারী ভূমি দস্যুদের গ্রেফতার না করে উল্টো ১৯জন সান্তালকে গ্রেপ্তার করে।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More