সিএইচটি কমিশনের রামগড় ও মানিকছড়ি পরিদর্শন

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তজাতিক কমিশন (সিএইচটি কমিশন) -এর ৬ সদস্যের প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রাম পরিদর্শনের ৫ দিনের কর্মসূচীর অংশ হিসেবে আজ ২২ নভেম্বর মঙ্গলবারখাগড়াছড়ির রামগড় ও মানিকছড়িতে গত এপ্রিল মাসে পাহাড়ি গ্রামে সেটলার হামলার ঘটনায়ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেছেনকমিশন ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথেও এব্যাপারে কথা বলেছেনসিএইচটি কমিশনের কো-চেয়ারম্যান সুলতানাকামাল, এলসা স্টেমাতোপৌলি এবং সদস্য সারা হোসেন,স্বপন আদনান, এনেকা আরেন্স ওসমন্বয়কারি হানা শামস আহমেদ এই ৬ সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার বিকেল সাড়ে৩টায় মানিকছড়ি উপজেলার মহামুনি কার্বারিপাড়ায় সেটলার হামলায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তপাহাড়িদের ঘরবাড়ি পরিদর্শন করেনপরে রামগড়ের নখোলা গ্রামের পাহাড়িদের ক্ষতিগ্রস্তপরিবারদের ঘরবাড়ি পরিদর্শন করেনএসময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন কমিশনেরকাছে গত ১৭ এপ্রিল সংঘটিত সহিংস ঘটনার বর্ননা দেনক্ষতিগ্রস্ত পরিবারগুলোকমিশনের কাছে তাদের পুর্নবাসনে সরকারি সাহায্য সহযোগিতার ব্যাপারেও নানাঅভিযোগ উত্থাপন করেনএসময় কমিশনের সাথে স্থানীয় হাফছড়ি ইউপিচেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, সদস্য উক্রাচিং মারমাপ্রমুখ উপস্থিত ছিলেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More