হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাথে প্রসিত খীসার মতবিনিময়

0

সিএইচটিনিউজ.কম

P1040857খাগড়াছড়ি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রসিত বিকাশ খীসা আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে সাত টায় খাগড়াছড়ি জেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দের সাথে এক সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিয় সভায় মিলিত হন। ঠিকাদার সমিতি ভবনের গেষ্ট রুমে অনুষ্ঠিত সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য, সনাতন কল্যাণ পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিধান কানুনগো, সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখর সেন, আইনজীবি রতন কুমার দে, ব্যবসায়ী প্রদীপ দে সহ মোট ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় প্রসিত বিকাশ খীসা বলেন, দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঐক্য জরুরী। অন্যায় অবিচার বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ করা ছাড়া কোন উপায় নেই। দেশের ২ কোটি হিন্দু সম্প্রদায়ের সকল পেশায় এবং সরকারী উচ্চ পদে আসীন থাকলেও তারা কোনভাবে নিরাপদ নয়। সকল সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব আবশ্যক।

হৃদ্যতার সাথে অত্যন্ত খোলামেলাভাবে প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা মতবিনিময় সভায় মতামত তুলে ধরেন, তরুণ ভট্টাচার্য্য, বিধান কাননগো, ধনাচন্দ্র সেন, সুভাষ দাস, স্বপন চৌধুরী, ও সুনিল বিশ্বাস।

উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ আসন্ন দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী প্রতীকে প্রসিত খীসার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More