অধিকার আদায়ে আদিবাসী জনগণকে সুসংগঠিত থাকতে হবে-মিজানুর রহমান

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের 
চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান অধিকার আদায়ে সব আদিবাসী জনগণকে সুসংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন।
জ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব লাউঞ্জে ‘বাংলাদেশ ‘আদিবাসী অধিকার আইন শীর্ষক’ এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আদিবাসী অধিকার সংসদীয় ককাস ও অক্সফাম এ মতবিনিময় সভার আয়োজন করে।
মিজানুর রহমান বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার আদায়ে যদি আইএলও-১৬৯ সনদে অনুসমর্থন ও স্বাক্ষর করা যায়, তাহলে কোনোভাবেই আদিবাসীদের অধিকার খর্ব হবে না।
তিনি বলেন, সরকার ও রাষ্ট্রকে আইএলও সনদে স্বাক্ষরে বাধ্য করতে সবাইকে এগিয়ে আসতে হবে। অধিকার আদায়ে সব আদিবাসী জনগণকে সুসংগঠিত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় আইন কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. শাহ আলম বলেন, সারা বিশ্বে আদিবাসীদের অধিকার আন্দোলনের মাধ্যমে আদায় হয়েছে।

রাশেদ খান মেনেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবেদ খান, এটিএন-বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজেশ আলী খান, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস সম্বন্বয়কারী প্রফেসর মেজবাহ কামাল, সদস্য গৌতম কুমার চাকমা প্রমুখ।

# ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সৌজেন্যে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More