অধ্যক্ষের অপসারণ দাবিতে বান্দরবানে টিটিসি শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাশ বর্জন

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
class-boycotবান্দরবান কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও ক্লাশ বর্জন করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার(৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের মেঘলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তার অপসারণ দাবি করে ঘন্টাব্যাপী মানববন্ধন, ক্লাশ বর্জন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

পরে তারা ক্যাম্পাসে অধ্যক্ষ মো: আনোয়ার হোসেনকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (খবরের উৎস: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More