ইউপিডিএফ নেতা শহীদ অনিমেষ চাকমার ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
Photo on Animesh Chakmaখাগড়াছড়ির দিঘীনালায়ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা শহীদ অনিমেষ চাকমার ১ম মৃত্যুবার্ষিকীউপলক্ষ্যে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছেআজ ২১ মে সোমবার সকাল১০টায় দিঘীনালা উপজেলা সদরের ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি শোকর‌্যালি বের হয়ে থানা বাজার, বাস স্টেশন ঘুরে দিঘীনালা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেনইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটেরপ্রতিনিধি কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণসম্পাদক রেমিন চাকমা ও দিঘীনালা উপজেলা কমিটির সভাপতি বিধান চাকমা
স্মরণসভায় বক্তারা বলেন, অনিমেষ চাকমা সমাজ ও জাতির জন্য একজন প্রতিশ্রুতিশীলনেতা ছিলেনজাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে তিনি সব সময় সোচ্চার ভূমিকাপালন করে গেছেন
বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকান্ডোর এক বছরঅতিক্রান্ত হওয়ার পরও প্রশাসন এখনো খুনীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণকরেনি বরং খুনীরা প্রশাসনের নাকের ডগায় থেকে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেতারা খুনীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান


উল্লেখ্য, ২০১১ সালের ২১ মে রাঙ্গামাটির সুবলঙ ইউনিয়নের মিদিঙাছড়িতে জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র সদস্যরা অনিমেষ চাকমা সহ ৪ জনকে গুলি করে হত্যা করে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More