নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
সিএইচটিনিউজ.কম

স্মরণসভায় বক্তারা বলেন, অনিমেষ চাকমা সমাজ ও জাতির জন্য একজন প্রতিশ্রুতিশীলনেতা ছিলেন। জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে তিনি সব সময় সোচ্চার ভূমিকাপালন করে গেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকান্ডোর এক বছরঅতিক্রান্ত হওয়ার পরও প্রশাসন এখনো খুনীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণকরেনি । বরং খুনীরা প্রশাসনের নাকের ডগায় থেকে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।তারা খুনীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০১১ সালের ২১ মে রাঙ্গামাটির সুবলঙ ইউনিয়নের মিদিঙাছড়িতে জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র সদস্যরা অনিমেষ চাকমা সহ ৪ জনকে গুলি করে হত্যা করে