কল্পনা চাকমা অপহরণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জুম্ম জনপ্রতিনিধি সংসদের

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটি নিউজ.কম
হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনা তদন্তে নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিটি গঠন ও অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদসংসদের কেন্দ্রীয় সভাপতি ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা এবং সহ-সভাপতি ও কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা আজ ১৯ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানবিবৃতিতে তারা কল্পনা চাকমা অপহরণ মামলার গত ১৬ জানুয়ারীরাঙ্গামাটি জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের প্রদত্ত পুলিশ সুপার কর্তৃক পুনঃতদন্ত আদেশও প্রত্যাখ্যান করেছেন
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং এ সমস্ত ঘটনার কোনটারও সুষ্ঠ তদন্ত ও বিচার হয়নিকল্পনা অপহরণ ঘটনার যদি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচার না হয় তাহলে দেশের জনগণ বিচারের প্রতি আস্থা এবং বিশ্বাস হারাবেঘটনায় জড়িত অপরাধীরাও আইনের আওতায় শাস্তি পাবে না এবং অন্যান্যরাও অপরাধ সংঘটিত করতে উৎসাহিত হবে
বিবৃতিতে তারা কল্পনা চাকমা অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত সকল সংগঠনের কর্মসূচী এবং আগামীকাল রোববারের রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতিও নৈতিক সমর্থন জানিয়েছেন। একই সাথে তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবতাবাদী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী,প্রগতিশীল ব্যক্তি এবং সংগঠনকে কল্পনা চাকমার ইস্যু নিয়ে ন্যায়ের পক্ষে সোচ্চার হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।#

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More