কল্পনা চাকমা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দিতে পারিনি পুলিশ সুপার, পরবর্তী তারিখ ৬ জুন

0

সিএইচটিনিউজ.কম
Kalpana Chakma1রাঙামাটি: বর্ধিত সময়েও রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার ২৩তম শুনানির দিন ছিল আজ বুধবার (২৭ মে)। কিন্তু আজও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি রাঙামাটি পুলিশ সুপার। আগামী ৬ জুন মামলাটির পরবর্তী প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেছে আদালত।

১৯৯৬ সালের ১২ জুন বাঘাইছড়ির বাঘাইছড়ি নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহৃত হন। এই ঘটনায় এক সেনা কর্মকর্তা লে: ফেরদৌস ও তিনজন ভিডিপি সদস্যকে অভিযুক্ত করা হলেও তদন্ত প্রতিবেদনে তাদের নাম না আসায় নারাজি আবেদন জানিয়ে আসছেন মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। সবশেষ ২০১৩ সালের ১৬ জানুয়ারি রাঙামাটি পুলিশ সুপারকে পুনঃতদন্তের আদেশ দেয় আদালত। অপহরণের ১৯ বছরে একাধিকবার শুনানির পরও প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ।

কিছু দিন আগে জেলায় নতুন দায়িত্ব নেয়ার কথা জানিয়ে রাঙামাটি পুলিশ সুপার সুষ্ঠু তদন্তে স্বার্থে আদালতে সময় চেয়ে নিয়েছিলেন।

তথ্য সূত্র: ইন্ডিপেন্ডেট টিভি
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More