কল্পনা চাকমা সম্পর্কে মিথ্যাচার ও অবমাননাকর রিপোর্ট প্রকাশের প্রতিবাদে দৈনিক ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

Kh১৯৯৬ সালের ১২ জুন লে. ফেরদৌস কর্তৃক অপহৃত কল্পনা চাকমা সম্পর্কে মিথ্যাচার ও অবমাননাকর রিপোর্ট প্রকাশের প্রতিবাদে ও পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার বিরুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ করা হয়েছেহিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে বিক্ষোভ মিছিল সহকারে এ অগ্নিসংযোগ করেআজ ৫ জুলাই বৃহস্পতিবার খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ করা হয়
খাগড়াছড়ি জেলা সদরে মহাজন পাড়া থেকে আজ বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার উপজেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা

বক্তারা অপহৃত কল্পনা চাকমা সম্পর্কে আজগুবি, উদ্ভট, বানোয়াট ও অসত্য তথ্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে আবুল খায়ের কর্তৃক তৈরিকৃত “পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে” শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকার ১ম পৃষ্ঠায় প্রকাশিত [৫ জুলাই] রিপোর্টে কল্পনা চাকমাসম্পর্কে জঘন্য মিথ্যাচার করা হয়েছে এবং তাকে চরম অপমান করা হয়েছেশুধু তাই নয়, এই রিপোর্টে নানা সন্ত্রাসী কার্যক্রমের কাহিনী বানিয়ে পার্বত্য চট্টগ্রামে চলমান ভূমি বেদখল বিরোধী আন্দোলনসহ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছেএই রিপোর্টে নিরাপত্তা বাহিনীর গুণকীর্তন করে পার্বত্য চট্টগ্রামে জনগণের উপর সেনা খবরদারি-নজরদারি ও নিপীড়ন নির্যাতন বৃদ্ধিতে ইন্ধন যোগানো হয়েছেপার্বত্য চট্টগ্রাম সম্পর্কে এটা একটা সুগভীর চক্রান্ত ছাড়া আর কিছুই নয়

বক্তারা আরো বলেন, ইতিমধ্যে রামগড়ের পিলাভাঙা গ্রামে বিজিবি কর্তৃক পাহাড়িদের জমি জবরদখল করে বেআইনীভাবে সেটলার পুনর্বাসন করা হচ্ছেএর বিরুদ্ধে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন আন্দোলন চালিয়ে যাচ্ছেএই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ইত্তেফাক পত্রিকায় এ ধরনের মিথ্যা, বানোয়াট, আজগুবি ও ষড়যন্ত্রমূলক রিপোর্ট প্রকাশ করা হয়েছেবক্তারা অবিলম্বে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত মিথ্যা রিপোর্ট প্রত্যাহারের দাবি জানান

বক্তারা আবুল খায়েরকে হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য পরামর্শ দিয়ে বলেন, সেনাবাহিনী কল্পনা চাকমার অপহরণের সাথে তাদের সংশ্লিষ্টতা ধামাচাপা দেয়ার জন্য শুরু থেকে কতিপয় ভাড়াটিয়া সাংবাদিক ও তথাকথিত মানবাধিকার সংগঠন দিয়ে মিথ্যাচার করে আসছে১৯৯৬ সালের ১২ জুনের কল্পনা চাকমার অপহরণ ঘটনাকে কখনো অপহরণকারী লেঃ ফেরদৌসের সাথে তার প্রেমঘটিত ব্যাপার, কখনো কল্পনা চাকমা ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বৈধভাবে দেশের বাইরে গেছেন, কখনো তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের গণ্ডাছড়ায় পাওয়া গেছে, কখনো অধুনালুপ্ত শান্তিবাহিনী তাকে লুকিয়ে রেখেছে বলে সেনাবাহিনী ও তাদের ভাড়াটিয়া বাহিনীর পক্ষ থেকে অপপ্রচার চালানো হয়েছেকিন্তু আজ পর্যন্ত তার কোন প্রমাণ সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা দিতে পারেনি

বক্তারা বলেন, কল্পনা চাকমার চহ্নিতি অপহরণকারী লে. ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করলেই সকল তথ্য বেরিয়ে আসবেকিন্তু এত বিক্ষোভ-প্রতিবাদের পরও সরকার কেন তার বিচার করছে না? বক্তারা অবিলম্বে কল্পনা চাকমা অপহরণের সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ ও অপহরণকারী লে. ফেরদৌসের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন
বক্তারা রামগড়ে বিজিবি কর্তৃক পাহাড়িদের জমি জবরদখল ও বেআইনী সেটলার পুনর্বাসন প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানান
সমাবেশ শেষে ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ করা হয়খাগড়াছড়ি সদর ছাড়াও রাঙামাটির বাঘাইছড়ি ও কুদুকছড়ি, খাগড়াছড়ির দিঘীনালা এবং ঢাকায় বিক্ষোভ মিছিল ও ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগ করা হয়েছে
বাঘাইছড়িতে কল্পনা চাকমার বড় ভাই কালি চরণ চাকমা তীব্র ক্ষোভ প্রকাশ করে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং পত্রিকায় অগ্নিসংযোগ করেনতিনি অবিলম্বে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা না করে কল্পনার চাকমা অপহরণের সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ ও লে. ফেরদৌসের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More