কাউখালিতে পুলিশ কর্তৃক এক পিসিপি কর্মীকে আটকের পর নির্যাতন: পিসিপির নিন্দা ও প্রতিবাদ

0

রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙ্গামাটির কাউখালি উপজেলা সদরে আজ ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কাউখালী কলেজ শাখার আহ্বায়ক নিশান চাকমাকে আটকের পর শারিরীক নির্যাতন চালিয়েছে পুলিশ। কাউখালি থানায় কর্তব্যরত পুলিশ অফিসার মো: মোসাবেল এই ঘটনা ঘটায়। প্রায় এক ঘন্টা পর্যন্ত আটক রেখে শারিরীক ও মানসিক নির্যাতনের পর কাউখালী থানা থেকে পুলিশ তাকে ছেড়ে দেয়।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি বিলাস চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী কলেজ শাখার আহ্বায়ক নিশান চাকমাকে পুলিশ বিনা কারণে থানায় ধরে নিয়ে মারধর করেছে। তাকে প্রায় এক ঘন্টা ধরে শারিরীক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, পুলিশ কর্তৃক নিরীহ জনগণের উপর দমন-পীড়নের ধারাবাহিক অংশ হিসেবে এ নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনার মাধ্যমে পুলিশের চরম ফ্যাসিস্ট চেহারা উন্মোচিত হয়েছে।
বিবৃতিতে বিলাস চাকমা বলেন, সেনাশাসন বলব থাকার কারণে পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা যাকে যেমন খুশি ব্যবহার করে থাকেন। যার কারণে পাহাড়িদের উপর রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিপীড়ন-নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে।
তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, রাষ্ট্রীয় বাহিনীর কর্তৃক পিসিপি কর্মী এবং পাহাড়ি জনগণের উপর যদি বিনা উস্কানিতে এভাবে নির্যাতন করা হয় তাহলে আগামীতে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।
তিনি অবিলম্বে নিশান চাকমার উপর নির্যাতনকারী পুলিশ সদস্যের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More