কাউখালিতে সেনা ক্যাম্প স্থাপন: জমির জন্য ভাড়ার প্রস্তাব, মালিকদের না

0

কাউখালি প্রতিনিধি ।। রাঙামাটির কাউখালি উপজেলার দোবাকাবা-নভাঙায় সেনা ক্যাম্প স্থাপনে এলাকাবাসীর বিরোধীতার মুখে গতকাল বুধবার (২৫ নভেম্বর ২০২০) ভূমি মালিকদের রাঙামাটি ব্রিগেড দপ্তরে ডাকা হয়।

সেখানে জনৈক মেজর তাদের সাথে কথা বলেন।

তিনি ভূমি মালিকদের জমির রেকর্ডপত্র আছে কিনা জানতে চান এবং বলেন আর্মিরা তাদের জায়গায় ৫/৬ মাস থাকবে।

এরপর উক্ত মেজর জমির ভাড়া বাবদ চারজনকে পুরো ৬ মাসের জন্য ৮,০০০ (আট হাজার) টাকা অর্থাৎ প্রত্যেককে ২ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেন। তবে ভূমি মালিকরা তার এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

ভূমি মালিকদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

ভূমি মালিকরা হলেন লক্ষ্মী বিকাশ চাকমা, পিতা- মৃত অশ্বিনী কুমার চাকমা; অরুণ বিকাশ চাকমা পিতা-কবিরন চাকমা; পারুল কান্তি চাকমা পিতা-মঙ্গলধন চাকমা ও বুদ্ধ দেব তালুকদার পিতা- জ্যোতিন্দ্র লাল তালুকদার।

উক্ত চার ভূমি মালিকদের সাথে ফটিকছড়ি ইউপির মেম্বার অমল কান্তি তালুকদার ও মহিলা মেম্বার মিনু মারমাকেও ডাকা হয়। তবে তাদের কোন বক্তব্য শোনা হয়নি।

 


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More