কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্বাচনী সভায় যায়নি পানছড়ির মরাটিলা ও লোগাঙ বাবুরো পাড়ার জনগণ

0

সিএইচটিনিউজ.কম

পানছড়ি(খাগড়াছড়ি) : পানছড়িতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্বাচনী সভায় যায়নি মরাটিলা ও লোগাঙ বাবুরো পাড়ার জনগণ।

জানা যায়, কুজেন্দ্র লাল ত্রিপুরা তার নির্বাচনী প্রচার বহর নিয়ে মরাটিলা ও বাউরোপাড়া এলাকাবাসীকে পানছড়ির নির্বাচনী সভায় অংশ নিতে অনুরোধ জানান। এ সময় জনগণ কুজেন্দ্রলাল ত্রিপুরা বা আওয়ামীলীগের নির্বাচনী সভায় যাবে না বলে সাফ জানিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকা থেকে লোকজন যাতে পানছড়ির নির্বাচনী জনসভায় অংশ নেয় তার জন্য আওয়ামীলীগের প্রচার টীম উক্ত এলাকায় গাড়ি পাঠিয়ে দেয়। কেউই গাড়িতে করে সভায় অংশ না নেয়ায় কুজেন্দ্রলাল ত্রিপুরা তার নির্বাচনী বহরসহ উক্ত এলাকায় যান বলে খবর পাওয়া যায়। তখনই এলাকার জনগণ আওয়ামীলীগের উক্ত প্রচার টীমকে সাফ জানিয়ে দেয় যে, তারা নৌকা মার্কার সভায় যাবে না।

লোগাঙের বাউরো পাড়ার একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, লোকজন কুজেন বাবুকে সাফ বলে দেয় যে, তারা বহু আগে থেকেই তাদের ভোট দান করে দিয়েছেন। তারা সেই ভোটগুলো প্রসিত বিকাশ খীসাকে ও তার নির্বাচনী প্রতীক হাতি মার্কাকে দিয়ে দেবেন বলে জানান। তিনি বলেন, তারা আর অন্য কোনো প্রার্থীকে আর ভোট দেবেন না।

তিনি আরো বলেন, ২০০১ সালে যেমন তারা প্রসিত বিকাশ খীসার তৎকালীন নির্বাচনী প্রতীক তীর মার্কায় ভোট দিয়েছেন তেমনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারা হাতি মার্কায় তাদের ভোটটি প্রদান করবেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More