খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ শুক্রবার(১৩ ডিসেম্বর) ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ৫ জন প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল স্মৃতি চাকমা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগি হওয়ায় খাগড়াছড়ি আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ফলে কুজেন্দ্র লাল ত্রিপুরা দলের কেন্দ্রীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হন।
এই দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে বর্তমানে তিন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তারা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত বিকাশ খীসা(স্বতন্ত্র), জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও জনসংহতি সমিতি(এমএন লারমা)’র নেতা মৃণাল কান্তি ত্রিপুরা (স্বতন্ত্র)।
উল্লেখ্য, এই আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। পরে মনোনয়নপত্র বাছাইয়ের দিন জেএসএস(এমএন লারমা)’র সভাপতি সুধাসিন্ধু খীসা ও ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমার মনোনয়নপত্র বাতিল করা হয়।