খাগড়াছড়িতে দুই পাহাড়িকে মারধর করেছে সেটলাররা

0

খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহার এলাকায় বেতছড়ি খ্রীস্টান পাড়ার দুই পাহাড়িকে মারধর করে আহত করেছে সেটলাররামারধরের শিকার ব্যক্তিরা হলেন রত্নাকর চাকমা (৩৫) পিতা মৃত সুরেশ্বর চাকমা ও বাবুল্যা চাকমা (২৬) পিতা নীল রঞ্জন চাকমাতারা সকালে বাড়ি থেকে খাগড়াছড়ি বাজারে এসেছিলেনআজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে
বেতছড়ির বড়নালে সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখলকে কেন্দ্র করে গতকাল সংঘটিত ঘটনায় ভুয়া ইস্যু সৃষ্টি করে বাঙালি ছাত্র পরিষদ নামধারী সেটলারদের একটি সংগঠন আজ খাগড়াছড়িতে মিছিল করেমিছিল শেষে ফেরার পথে গুঙুরাছড়ি থেকে আসা সেটলাররা উক্ত দুই পাহাড়িকে ধরে মারধর করেপরে পুলিশ ঐ দুই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেএরপর সেটলাররা একই এলাকার সুমন চাকমা নামে আরো একজনকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি

ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপ চাকমা এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
ইউপিডিএফ নেতা বলেন, ‘দৃশ্যতঃ সেটলারদের একটি বিশেষ অংশ পরিকল্পিতভাবে পাহাড়ি-বাঙালি দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য অজুহাত সৃষ্টির চেষ্টা চালাচ্ছেগতকাল রবিবার বেতছড়িতে ভূমি বেদখল প্রচেষ্টা ও আজ সোমবার ভূয়া ইস্যু নিয়ে খাগড়াছড়ি শহরে তাদের মিছিল তারই ইঙ্গিত বহন করে
তিনি এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান

খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উক্ত দুই ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে তৎক্ষণাত দুই বাঙালি ছেলেকে আটক করা হয়েছেএ ধরনের ঘটনা আর যাতে ঘটতে না পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More