খাগড়াছড়ির বেতছড়িতে লাগানো থেকে পোস্টার ছিনিয়ে নিয়েছে সেনাবাহিনী

0

খাগড়াছড়ি: আজ ৯ মে মঙ্গলবার সকাল ৯টায় ভূয়োছড়ি আর্মি ক্যাম্প থেকে একদল সেনাসদস্য খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ির কয়েকটি দোকান থেকে পাহাড়ি ছাত্র পরিষদ ও এলাকাবাসীর নামে টাঙানো পোস্টার ছিঁড়ে নিয়েছে।

Khagrachariসেনাসদস্যরা দোকানে পোস্টারগুলো কে লাগিয়েছে এই প্রশ্ন করলে দোকানে বসা সকলে ভীতি বশতঃ আমরা জানি না বলে উত্তর দেয়। এতে সেনাবাহিনীর টহলদলের কমাণ্ডার দোকানে বসে থাকা জনতার উদ্দেশ্যে গালি দিয়ে বলে, ‘শালারা, যখন একচেটিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকাবো তখন বুঝবে ঠেলা।’

টহলদলে একজন লেফটেনেন্ট ও সুবেদার আতোয়ার নামে আরেকজন ননকমিশন্ড অফিসার ছিলেন। পরে সেনাবাহিনী দোকানে টানানো পোস্টারগুলো নিজেরা একে একে তুলে নিয়ে গাড়িতে করে ক্যাম্পে নিয়ে যায়।

পোস্টারে ‘পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার কর, রমেল হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, রমেল চাকমা হত্যায় জড়িত সেনা কমাণ্ডারের শাস্তি দিতে হবে, সেনাবাহিনীর দমনপীড়ন বন্ধ কর, সেনাবাহিনীর নিপীড়নের বিরুদ্ধে দেশবাসী জেগে উঠুন, সোচ্চার হোন ইত্যাদি লেখা ছিল।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More