খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি কণিকা দেওয়ান আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে গতকাল শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানাধীন বাইল্যাছড়ির কবুতরছড়া এলাকায় টহলরত জনৈক পুলিশ সদস্য কর্তৃক এক পাহাড়ি গৃহবধূকে (২০) ধর্ষণ প্রচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে তারা বলেন, বাইল্যাছড়ি কবুতরছড়া যাত্রী ছাউনির পাশে বাইল্যাছড়ি গ্রামের বাসিন্দা মংপাই মারমার একটি বাসা-সংযুক্ত দোকান রয়েছে। পরিবার-পরিজন নিয়ে তিনি সেখানেই থাকেন। শুক্রবার রাত ৮টার সময় গুইমারা থানার টহলরত এক পুলিশ সদস্য (কনস্টেবল) তার দোকানের পাশের রান্নাঘরে ঢুকে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনা টের পেয়ে মংপাই মারমার ভাই মংহ্লাপ্রু মারমা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যটি দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে গুইমারা থানার উর্ধতন পুলিশ কর্মকর্তারা মংপাই মারমার দোকানে এসে বিষয়টির আপোষ মীমাংসার চেষ্টা চালান।
নেতৃদ্বয় রক্ষক থেকে ভক্ষক হওয়া উক্ত পুলিশ সদস্যকে বরখাস্ত করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলেন, পুলিশ বাহিনীর এ ধরনের আচরণ অনভিপ্রেত ও কলঙ্কজনক। কল্পনা চাকমার অপহরণকারীসহ পার্বত্য চট্টগ্রামে নারীর উপর যৌন হামলার সাথে জড়িতদের আজ পর্যন্ত কারোর শাস্তি না হওয়ার কারণে এ ধরনের যৌন সহিংসতার ঘটনা বার বার ঘটছে। পাহাড়ি নারীরা আজ ঘরে-বাইরে পথে-ঘাটে কর্মস্থলে কোথাও নিরাপদ নন।