সিএইচটি নিউজ ডটকম
গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের সড়ক ও জনপথ এলাকায় সেনা ক্যাম্পের লোক পরিচয় দিয়ে জনৈক এক সেটলার (বয়স আনুমানিক ৪৫ বছর) কর্তৃক গুইমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী দুই পাহাড়ি ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিক্ষার্থীরা জানান, আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইংরেজি বিষয়ে পরীক্ষার জন্য শিক্ষকের কাছ থেকে সাজেশন নিয়ে বাসায় ফেরার পথে উপজেলা সড়ক ও জনপথ এলাকায় পৌঁছলে সাদা পোশাক পরা, মুখে হালকা দাঁড়ি ও হাতে একটি গামছা নিয়ে জনৈক সেটলার (নাম জানা যায়নি) তাদের পেছনে এসে তাদেরকে বলে যে- ‘ক্যাম্প থেকে আমাকে পাঠিয়েছে, তোমাদের সাথে কথা আছে’। এতে তার মতিগতি ভাল নয় বুঝতে পেরে ছাত্রীরা ভয় পেয়ে তাড়াতাড়ি হাঁটতে থাকলে ওই ব্যক্তিও তাদের পিছনে পিছনে দৌঁড়ে আসে এবং তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষা বলে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ছাত্রীরা তাদের পরিহিত জুতা খুলে মারতে চাইলে বখাটে সেটলারটি পালিয়ে যায় বলে তারা জানান।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন এসএসি পরীক্ষার্থী ওই দুই ছাত্রী।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।