চট্টগ্রামে পিসিপি’র ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ঢাবি’তে বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
ঢাকা: পাহাড়ি ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২১মে দুপুর ১টায় মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে কলা ভবন ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহবায়ক বিপ্লব ভট্টাচার্য্য, ছাত্র গণমঞ্চের যুগ্ম আহ্বায়ক নূর সুমন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপুল চাকমা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএম পারভেজ লেলিন। সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

বক্তারা ২০মে চট্টগ্রামে পিসিপি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রশাসনের ফ্যাসিবাদী কায়দায় হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়া এবং পরবর্তীতে এর প্রতিবাদে পিসিপি কর্তৃক আয়োজিত সাংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাদের সহ পিসিপি নেতৃবৃন্দকে আটকের চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
——————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More