চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিপি নেতাদের উপর হামলার তিন আসামী কারাগারে

0

সিএইচটি নিউজ.কম
Arrest 2চট্টগ্র্রাম: গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার নেতাদের উপর হামলার সাথে জড়িত তিন আসামীকে আদালত অবশেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জজ কোর্টের বিচারক নাসিফ পারভেজ পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের উপর হামলা ও হত্যা প্রচেষ্টার আসামী বিমল চাকমা, রিটিশ চাকমা ও অন্বেষণ চাকমার জামিন বাতিল করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।

অপরদিকে একই মামলার আসামী (মামলা নং জিআর ২৬) অনিল মার্মা ও তিলক চামা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার অজুহাত দেখালে আদালত সদয় হয়ে তাদের জামিন আপাতত বহাল রেখেছেন। তবে আগামীবার হাজিরা দেয়ার সময় পরীক্ষা চলছে বলে কর্তৃপক্ষের লিখিত পত্র দেখাতে হবে বলে আদালত তাদের জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ১১ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিসিপির প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগাতে গেলে সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে পিসিপির চবি শাখার সভাপতি সিমন চাকমা, তরুণ চাকমা, সুকান্ত চাকমা, রুবেল চাকমা ও জুপিটার চাকমা গুরুতর আহত হন। এ জন্য তাদেরকে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কোর্টে মামলা করা হলে আদালত তাদের বিরুদ্ধে সমন জারী করে।
————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More