দীঘিনালা: ‘অন্যায়ভাবে ধরপাকড় মিথ্যা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না!’ এই শ্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী কর্তৃক পিসিপি নেতা জুয়েল চাকমাকে আটকের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) দীঘিনালা উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি আজ রবিবার (৩০ এপ্রিল ২০১৭) দুপুর ২টার সময় দীঘিনালা ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু হয়ে শহীদ ভরতদ্বাজ মণি স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
পিসিপি দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন চাকমা এবং পিসিপি উপজেলা সভাপতি নীকেল চাকমা বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সেনাবাহিনী পেশিশক্তি ব্যবহার করে রাতের আঁধারে বাড়ি ঘেরাও করে পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি জুয়েল চাকমাকে অন্যায়ভাবে আটক করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে অবৈধ ১১ দফা নির্দেশনা জারির পর থেকে পাহাড়ি জনগণের উপর দমন-নিপীড়ন-নির্যাতন বেড়ে চলেছে। অন্যায় ধরপাকড়, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ জনগণসহ ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে হাজতে প্রেরণ করা হচ্ছে।
নেতৃবৃন্দ এই সময় দৃপ্তকন্ঠে বলেন, মিথ্যা মামলা দিয়ে আটক করে, নির্যাতন, জেলজুলুম হুলিয়ার ভয় দেখিয়ে পার্বত্য জুম্ম জনগণের ন্যায্য আন্দোলনকে দমানো যাবে না। পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রাণপ্রিয় পার্টি ইউপিডিএফএর নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হবে এবং সকল ধরণের অন্যায় নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আরো জোরদার করা হবে বলে নেতৃবৃন্দ সমাবেশ থেকে দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।
_________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।