কাউখালী প্রতিনিধি, সিএইচটিনিউজ .কম
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাব্বুয়া বৃক্ষবানু উচ্চবিদ্যালয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আজ ১১ মার্চ রবিবারসকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভার মধ্যে দিয়ে এ কমিটিগঠন করা হয়। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রূপন মারমা, কাউখালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক স্বপন তঞ্চঙ্গ্যা ও দপ্তর সম্পাদকরিপন চাকমা উপস্থিত ছিলেন। কমিটিতে সুইচিং মারমাকে আহ্বায়ক, উথোইহ্লা মারমাকেযুগ্ম আহ্বায়ক ও জ্যোতিশ চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট ডাব্বুয়া বৃক্ষবানু উচ্চ বিদ্যালয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।