ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠক অনুষ্ঠিত

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে৫ ও ৬ আগস্ট ২০১২ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত সম্পাদক মন্ডলী বৈঠকে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমাবৈঠকে কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সকল সদস্যগণ উপস্থিত ছিলেনবৈঠকের ১ম দিনে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা
সম্পাদক মন্ডলীর বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে বান্দরবান জেলার থানচি উপজেলায় বিজিবির নতুন ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করে ভূমি বেদখলের চক্রান্ত, নারী ধর্ষণ এবং সমতলে বসবাসরত জাতিসত্তা জনগণের ভূমি বেদখল বৃদ্ধি পাওয়াতে গভীর উদ্বেগ প্রকাশ করেন
বৈঠকে আগামী ১৮-১৯ আগস্ট দুইদিন ব্যাপী কেন্দ্রীয় বর্ধিত সভা, ১৫-১৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন এবং আগামী ৮আগস্ট জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রেস কাবের সামনে আয়োজিত সমাবেশে সর্বাত্মক সহযোগীতা প্রদানসহ আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়
সম্পাদকমন্ডলীর বৈঠক থেকে নেতৃবৃন্দ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, চাপিয়ে দেয়া বাঙালী জাতিয়তা বাতিল এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদানসহ পার্বত্য ভূমি কমিশন আইনের বিতর্কিত ও অগণতান্ত্রিক ধারা সংশোধনের দাবী জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More