খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং-এ গত ৩ আগস্ট পাহাড়ি গ্রামে সেটলার হামলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি কলেজের দক্ষিণ গেইট থেকে বের হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে সূর্যশিখা ক্লাবের সামনে পৌঁছলে পুলিশের বাধাপ্রাপ্ত হয় এবং চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশ করে।
খাগড়াছড়ি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র উক্যচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক বিপুল চাকমা, বিএমএসসির জেলা সাধারণ সম্পাদক সাপ্রম্ন মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(এমএন লারমা)-এর জেলা সভাপতি রূপম চাকমা, প্রমাছাস এর জেলা সাধারণ সম্পাদক ক্যসাই মারমা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ সভাপতি কৃষ্টি চাকমা। সমাবেশ পরিচালনা করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সহসাধারন সম্পাদক প্রসেনজিৎ ত্রিপুরা।
বক্তারা বলেন, হামলার এক মাস অতিক্রান্ত হলেও সরকার এখনো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। ফলে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার ছাত্র-ছাত্রীরা নিরাপত্তার অভাবে স্কুলে যেতে পারছে না।
বক্তারা অবিলম্বে তাইন্দং-এ ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্থদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।