বান্দরবান প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
থানছি: বান্দরবানের থানছি উপজেলার বলিপাড়ায় এক শিশুকে অপহরণ করে পালানোর সময় দুই অপহরণকারীকে স্থানীয়রা আটক করে বিজিবি বলিপাড়া ব্যাটলিয়ন দপ্তরে সোপর্দ করেছে।সুত্র জানায়, গতকাল শুক্রবার রাতে থানছি উপজেলার বলিপাড়া গ্রামের বাসিন্দা থোয়াইচিং মং মারমার তিন বছর বয়সী শিশু কন্যা থুইমেনু মারমাকে অপহরণ করে পালানোর সময় শিশুটির চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং পাড়ার পাশে একটি বিলে তাদের ঘিরে ফেলে। সেখান থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে এবং গ্রামবাসীরা শিশু অপহরণকারী বাথোয়াইচিং মারমা ও সাথোয়াই মারমাকে আটক করে। পরে তাদেরকে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সোপর্দ করা হয়।
আজ শনবিার সকালে এদেরকে থানছি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। (সূত্র: সিবিএন)