দীঘিনালায় গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্যকে থানায় হস্তান্তর

0
সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্যকে নির্যাতনের পর গতকাল মঙ্গলবার (০২ মার্চ) রাত ১০টার দিকে ‘অস্ত্র-গুলি’ গুজিয়ে দিয়ে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হতে পারে বলে থানা সূত্র জানিয়েছে। 

এর আগে গতকাল ভোররাত সাড়ে ৪টার দিকে দীঘিনালা জোনের একদল সেনা সদস্য উপজেলার বানছড়া (ফ্রেস বাজার) এলাকায় হানা দিয়ে ঘুম থেকে তুলে তাদেরকে গ্রেফতার করে সেনা জোনে নিয়ে যায়। দিনভর সেনা হেফাজতে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্য হলেন- পুর্ণ জীবন চাকমা, পিতা- জীতেন্দ্র চাকমা, ২. সমর বিকাশ চাকমা পিতা-চন্দ্রদেব চাকমা, ৩. প্রত্যয় চাকমা (প্রীতি), পিতা- অরনন্দ চাকমা ও ৪. বিধু ভূষণ চাকমা, পিতা- প্রিয় রঞ্জন চাকমা।

উক্ত গ্রেফতারের ঘটনায় ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা গতকাল এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমনের জন্য পরিকল্পিতভাবে ইউপিডিএফ’র ওপর রাজনৈতিক দমন-পীড়ন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারান্তরীণ রাখা হচ্ছে। এমনকি গণতান্ত্রিক কর্মসূচি পর্যন্ত পালন করতে দেওয়া হচ্ছে না।

অংগ্য মারমা অবিলম্বে গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড় বন্ধসহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধের জোর দাবি জানান।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More