দীঘিনালায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণকারী পুলিশ কনস্টেবল মো: রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও অটলটিলা পুলিশ ক্যাম্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ .কম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইলে পাহাড়ি কিশোরীকে ধর্ষণকারী পুলিশ কনস্টেবল মো: রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও অটলটিলা পুলিশ ক্যাম্প প্রত্যাহারের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেআজ ২৩ আগস্ট ২০১২ রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গেলে পুলিশ বাধা দেয়ফলে চেঙ্গী স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক এচিং মারমা এবং সমাবেশ পরিচালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে নারীদের উপর যৌন নিপিড়ন-নির্যাতন, খুন, ধর্ষণ অব্যাহতভাবে চলছেঅপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে এই অপরাধীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে
বক্তারা আরো বলেন, যে পুলিশ ক্যাম্পের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার কথা সে পুলিশ ক্যাম্পের সদস্য কর্তৃক যদি কিশোরী ধর্ষিত হয়, নারীদের নিরাপত্তার বিঘ্ন ঘটে তাহলে ৯ মাইল এলাকায় সে ধরনের পুলিশ ক্যাম্প থাকার কোন যৌক্তিকতা নেই
বক্তারা পাহাড়ি কিশোরীকে ধর্ষণকারী পুলিশ কনস্টেবল মো: রাসেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষিতার যথোপযুক্ত ক্ষতিপূরণ, অবিলম্বে অটলটিলা পুলিশ ক্যাম্প প্রত্যাহার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের দাবি জানান
প্রতিবাদ সমাবেশ শেষে আবারো চেঙ্গী স্কোয়ার থেকে বিােভ মিছিলটি স্বনির্ভর বাজারে এসে শেষ হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More