সিএইচটিনিউজ.কম
দীঘিনালা: দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির ডাকা আজকের (১৬ মার্চ) দীঘিনালা উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে। গতকাল ১৫ মার্চ শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বাধা, গুলি বর্ষণ ও হামলার প্রতিবাদে ভূমি রক্ষা কমিটি এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
অবরোধের কারণে উপজেলা থেকে দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধ সফল করার জন্য ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বিজিবি ৫১ ব্যাটালিয়ন অন্যত্র স্থানান্তর, ২১ পাহাড়ি পরিবারকে নিজ জমিতে পুনর্বাসন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির উদ্যোগে বাবুছড়ার বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে সেনাবাহিনী বাধা দেয় এবং গুলিবর্ষণ ও হামলা চালায়। এতে কমপক্ষে ৮ জন পাহাড়ি আহত হয়। এছাড়া সেনাবাহিনী ব্যাপক ধরপাকড় চালিয়ে কমপক্ষে ১৪ জনকে আটক করেছে বলে জানা যায়।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।