নিজস্ব প্রতিবেদক,সিএইচটিনিউজ.কম
পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা আজ ২৬ জুন রোববার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে গতকাল আইনমন্ত্রী কর্তৃক সংসদে উত্থাপিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল‘কে বিতর্কিত ও ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহের নিকট গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে বিলটি প্রত্যাখ্যান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামসহ দেশের ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহ বাঙালি নয়, চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা আমরা মেনে নেব না। দেশের গণতন্ত্রকামী বৃহত্তর জনগণের নিকটও তা গ্রহণযোগ্য নয়।‘
বিবৃতিতে প্রসিত খীসা সংবিধানে বিসমিল্লাহ্ ওরাষ্ট্র ধর্ম সংযোজনের প্রস্তাব আনার জন্য আওয়ামী লীগ‘কে বিএনপি-জামাতের সমগোত্রীয় মন্তব্য করে তীব্র সমালোচনা করেছেন।