নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী কণিকা দেওয়ান ও সাধারণ সম্পাদক রীনা দেওয়ান আজ ৫ জুলাই বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে ‘পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে‘ শিরোনামে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত [৫ জুলাই] আবুল খায়ের-এর প্রতিবেদনে পরিবেশিত অপহৃত কল্পনা চাকমা সম্পর্কে আজগুবি, উদ্ভট, বানোয়াট ও অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ এবং তার চরিত্রের উপর কালিমা লেপনের অপপ্রয়াসের নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, ইত্তেফাকের প্রতিবেদন লেখকের কথা যদি সত্য হয়, যদি ‘ভারতের অরুণাচল প্রদেশের ভারতী(য়) যুব কংগ্রেসের কর্মী অরুণ বিকাশ চাকমা‘ কল্পনা চাকমাকে ভারতে নিয়ে গিয়ে থাকেন, তাহলে আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে কল্পনা চাকমাকে সেখান থেকে উদ্ধার করা হোক, এবং এভাবে অপহরণ ঘটনাকে মিথ্যা প্রমাণিত করে বাংলাদেশ সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হোক।
ইউপিডিএফের সাথে সংশ্লিষ্ট উক্ত দুই নেত্রী আরো বলেন, সেনাবাহিনী কল্পনা চাকমার অপহরণের সাথে তাদের সংশ্লিষ্টতা ধামাচাপা দেয়ার জন্য শুরু থেকে কতিপয় ভাড়াটিয়া সাংবাদিক ও তথাকথিত মানবাধিকার সংগঠন দিয়ে মিথ্যাচার করে আসছে। ১৯৯৬ সালের ১২ জুনের কল্পনা চাকমার অপহরণ ঘটনাকে কখনো অপহরণকারী লেঃ ফেরদৌসের সাথে তার প্রেমঘটিত ব্যাপার, কখনো কল্পনা চাকমা ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বৈধভাবে দেশের বাইরে গেছেন, কখনো তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের গণ্ডাছড়ায় পাওয়া গেছে, কখনো অধুনালুপ্ত শান্তিবাহিনী তাকে লুকিয়ে রেখেছে বলে সেনাবাহিনী ও তাদের ভাড়াটিয়া বাহিনীর পক্ষ থেকে অপপ্রচার চালানো হয়েছে।
এইচ.ডব্লিউ.এফ নেত্রীদ্বয় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ভারতীয় যুব কংগ্রেস কর্মী অরুণ বিকাশ চাকমা বা অন্য কোন ভারতীয় নাগরিকের সাথে কল্পনা চাকমার প্রেমের সম্পর্ক অবাস্তব ও কল্পনাপ্রসূত। তারা প্রশ্ন করে বলেন, প্রতিবেদক আবুল খায়ের যদি কল্পনা চাকমার ব্যক্তিগত বিষয় পর্যন্ত অবগত হয়ে থাকেন, তাহলে তিনি এই প্রেমের সম্পর্কের কোন ধরনের প্রমাণ তার রিপোর্টে উল্লেখ করেননি কেন? তিনি যদি কল্পনা চাকমাকে অপহরণ করা হয়নি বলে এতই নিশ্চিত হন, তাহলে তিনি ঘটনার পর ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি করছেন না কেন, সরকারই বা তা প্রকাশ করছে না কেন?
কল্পনা চাকমা কয়েক দফা নিজ এলাকায় আসার চেষ্টা করেছেন – আবুল খায়েরের এমন দাবিকে ‘চরম মিথ্যাচার‘ ও ‘স্বপ্নে পাওয়া তথ্য‘ বলে উড়িয়ে দিয়ে হিল উইমেন্স ফেডারেশনের নেতৃদ্বয় প্রশ্ন রাখেন, নিজ এলাকায় আসতে কল্পনা চাকমার চেষ্টায় সন্ত্রাসীরা যখন বাধা দিচ্ছিল, তখন গোয়েন্দারা কোথায় ছিলেন এবং কবে, কখন ও কিভাবে কল্পনা চাকমা আসার চেষ্টা করেছিলেন রিপোর্টে তার উল্লেখ করা হয়নি কেন?
নেতৃদ্বয় প্রশ্ন করেন, ‘ঐ নেত্রী নিজে নানা ঘটনার সঙ্গে জড়িত‘ এই কথা বলে আবুল খায়ের কী ইঙ্গিত করতে চান? তারা বলেন, কল্পনা চাকমার চরিত্রের ওপর কলংক লেপনের অপচেষ্টা করে আবুল খায়ের তার বিকৃত, কদর্য ও ঘৃন্য মানসিকতারই পরিচয় দিয়েছেন।
তারা আবুল খায়েরকে হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।