খাগড়াছড়ি : সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“উৎসবের জন্য চাই নিরাপদ পরিবেশ, জাতিসত্তা হিসেবে চাই সাংবিধানিক স্বীকৃতি” দাবি সম্বলিত শ্লোগানে সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকায় অনুষ্ঠিত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করেন বৈসাবি উদযাপন কমিটির সদস্য সচিব তৃপ্তিময় চাকমা।
তিনি নতুন বছরে সকলের মাঝে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ভবিষ্যতে যাতে বৈসাবি শোভাযাত্রায় হামলা এবং অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়ার মতো ঘটনা না ঘটে। নিরাপদে ও নির্বিঘ্নে যাতে উৎসব পালন করা যায়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে চলমান বৈসাবি উৎসবের ৩য় দিন অর্থাৎ শেষ দিন আজ। চাকমারা ১লা বৈশাখের এই দিনটিকে বলে গোজ্জেপোজ্জে বিঝু আর ত্রিপুরারা বলে বিসিকাতাল। তবে মারমাদের সাংগ্রাই উৎসব শেষ হবে আগামী ১৬ এপ্রিল।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।