নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধভিক্ষু হত্যার প্রতিবাদে টেকনাফে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের মানববন্ধন

0

13238973_256322124756903_7328311178254496492_n (1)টেকনাফ (কক্সবাজার) : বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের উপর চাক পাড়ায় বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে এবং ঘটনার তদন্তপূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ, টেকনাফ-উখিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) বিকাল ৪টার সময় টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়ন সরকারি প্রাথমিক স্কুলের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের টেকনাফ-উখিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনি স্বপন চাকমার সভাপতিত্বে এবং যুব নেতা সুকৃতি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হোয়াইক্ষ্যং আমতলি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তেজবাছা ভিক্ষু, ১নং হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুধন তঞ্চঙ্গ্যা, ইউপিডিএফ এর সংগঠক আপ্রুসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম 13243861_256322121423570_1659005205580682957_oসম্পাদক শুভ চাক । সমাবেশে আরো উপস্থিত ছিলেন হরিখোলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমনা বোধি ভিক্ষু ও লম্বা গোনা বৌদ্ধ বিহার অধ্যক্ষ আগ্য ওয়াংসা ভিক্ষু প্রমুখ ।

বক্তারা বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকত অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমবাশে থেকে বক্তারা বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় ‘স্বজনরা জড়িত’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মনগড়া বক্তব্য দিয়েছেন তা অচিরেই প্রত্যাহার ও বাইশারী জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
—————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More