খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত জেএসএস(এমএন লারমা)-এর নেতা সাগর বাছা চাকমা(৪৩) মারা গেছেন । আজ ২৯ জুন শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পানছড়ি হাসপাতাল গেট এলাকায় সশস্ত্র হালার শিকার হন তিনি।
নিহত সাগর বাছা চাকমা জেএসএস’র পানছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে পালিন করছিলেন। তার পিতার নাম যুব রাজ চাকমা।
জানা যায়, সাগর বাছা চাকমা মোটর সাইকেল যোগে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। যাবার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। তার বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
জেএসএস (এমএন লারমা) এ হামলার জন্য সন্তু গ্রুপকে দায়ী করেছে।