পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন নববিক্রম কিশোর ত্রিপুরা

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Nobobikrom Tripura2পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

আজ বৃহস্পতিবার পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজনীন ওয়ারস স্বাক্ষরিত এক চিঠিতে আগের চেয়ারম্যান বীর বাহাদুরের পদত্যাগজনিত শূণ্যতা পূরণে পরর্বতী চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিবকে এই দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বান্দরবান জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচন করাতে সম্প্রতি তিনি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর থেকেই চেয়ারম্যান পদটি খালি ছিলো।

অপরদিকে, নব বিক্রম কিশোর ত্রিপুরা পার্বত্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বের পাশাপাশি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও পালন করেবেন তিনি।

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More