পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

0

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা শাখার ৫ম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছেআজ ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলার দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অরুণ ত্রিপুরার সভাপতিত্বে কাউন্সিলের ১ম অধিবেশনে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের সংগঠক শ্রাবণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রসি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সহ সভাপতি ক্যহাচিং মারমাস্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য প্রবীর ত্রিপুরা ও অধিবেশন পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা কলেজ কমিটির সভাপতি অংকন চাকমা

বক্তারা বলেন, মাটিরাঙ্গা, গুইমারা এলাকায় ভূমি বেদখল সহ বিভিন্নভাবে পাহাড়িদের উচ্ছেদ করার চেষ্টা চলছেমদ, জুয়া হেরোইন ইত্যাদিতে আসক্ত রেখে ছাত্র সমাজকে আন্দোলন বিমুখ করার জন্য শাসকচক্র নানা ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছেসকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে

অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র সমাজের ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, ছাত্র সমাজ একটা জাতি ও সমাজের ভবিষ্যত কর্ণধারসকল প্রতিবন্ধতা মোকাবেলা করে জাতীয় দায়িত্ব কাঁধে তুলে নেয়ার জন্য বক্তারা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান

প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সুমন্ত ত্রিপুরাকে সভাপতি, শান্তিময় চাকমাকে সাধারণ সম্পাদক ও প্রবীর ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেন চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More