চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
সিএইচটিনিউজ.কম
পাহাড়ি মেয়েকে গণ ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম আজ সোমবার বিকালে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিলের পূর্বে এক সমাবেশের আয়োজন করা হয়।হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য তরুণ চাকমা ও যুব নেতা অর্পণ চাকমা।হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান সমাবেশ পরিচালনা করেন।
গতকাল রবিবার রাতে চট্টগ্রামের টেকনিক্যাল এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ৬ জন বাঙালি যুবক পালাক্রমে ধর্ষণ করে। স্কুল ছাত্রীটি তার এক বন্ধুর সাথে উক্ত স্থানে বেড়াতে গেলে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গত রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের গাইনী বিভাগের ৩০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম এলাকায় এক সপ্তাহের মধ্যে দু‘দুটো ধর্ষণের ঘটনা ঘটলো।অথচ প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গত ২৪ অক্টোবর রাউজানের হলদিয়া রাবার বাগান এলাকায়ও এক গর্ভবতী পাহাড়ি নারীকে যুবলীগের কয়েকজন দুবৃত্ত ধর্ষণ করেছিল।
এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা থানায় গত ১২ অক্টোবর এক পাহাড়ি নারীর লাশ উদ্ধার করা হয়েছে।কে খুন করেছে, কিভাবে খুন করা হয়েছে তার কোনো হদিশ এখনো প্রশাসন দিতে পারেনি।
এভাবে একের পর এক এ ধরনের ঘটনা ঘটায় পাহাড়ি জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা সমাবেশে উল্লেখ করেন।
বক্তারা উপরোক্ত সকল ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তারপূর্বক তাদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।