পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

0

img20161023173559ঢাকা : খাগড়াছড়ির পানছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ অক্টোবর) বিকালে পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার সাধারণ সম্পাদক রিয়েল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সংগঠক মাইকেল চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক বরুন চাকমা। এছাড়া আরো সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্র গণমঞ্চ কেন্দ্রীয় সভাপতি সাঈদ বিলাস, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক বিপ্লব ভট্টার্চায।

সমাবেশে ছাত্র গণমঞ্চের সভাপতি সাঈদ বিলাস বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেমনি পূর্ব বাংলার জনগণের উপর নির্যাতন-নিপীড়ন, ধরপাকড় চালিয়েছিল তেমনি বর্তমানে পাহাড়েও সেনাবাহিনী একই কায়দায় তাদের মত একই ভূমিকা পালন করছে।

ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, ছাত্র নেতা বিপুল চাকমাকে গ্রেফতারের মধ্যদিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আবার প্রকাশিত হয়েছে।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, সারাদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। পার্বত্য চট্টগ্রামে এ দুঃশাসন আরো ব্যাপক আকারে চলছে বলে তিনি মন্তব্য করেন।img20161023165652

গণতান্ত্রিক যুব ফোরামের নেতা বরুন চাকমা বলেন, এভাবে অব্যাহতভাবে দমনপীড়ন চললে ছাত্র যুব সমাজ বড় ধরণের কর্মসূচি দিতে বাধ্য হবে।

পিসিপি সহ-সভাপতি বিনয়ন চাকমা বলেন, গুরুতর অসুস্থ মাকে চট্টগ্রামে আনার পথে পূর্ব থেকে ঔৎপেতে থাকা সরকারি বাহিনী পুলিশ খাগড়াছড়ির পানছড়ি থানার সামনে মাইক্রোবাস থামিয়ে আজ সকাল সাড়ে ৮ টার সময় পিসিপি’র সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতার করে। এভাবে একজন গুরুতর অসুস্থ মায়ের সামনে থেকে রাজনৈতিক উদ্দেশ্যে ছেলেকে গ্রেফতার করা অমানবিক কাজ হিসেবে তিনি মন্তব্য করেন।

ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, সরকার এক দেশে দুই শাসন চলছে। সমতলে সিভিল প্রশাসন চললেও পাহাড়ে অগণতান্ত্রিক সেনাশাসন জারি রয়েছে। সরকার সারা দেশ থেকে পার্বত্য চট্টগ্রামে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে। তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১১ নির্দেশনা জারি করে সরকার সেনা প্রশাসনের দমনপীড়নকে বৈধতা দিয়েছে।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
——————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More