পিসিপির খাগড়াছড়ি সদর থানা শাখার কাউন্সিল সম্পন্ন : ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সদর থানা শাখার ৩য় কাউন্সিল সম্পন্ন হয়েছে৷ আজ ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে ১৯ জন কার্যকরী সদস্যসহ ৩৩ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর থানা কমিটি গঠন করা হয়৷ কমিটিতে সুপ্রিয় চাকমাকে সভাপতি, অরভিল চাকমাকে সাধারণ সম্পাদক ও বিকেন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়৷

কাউন্সিল উপলক্ষ্যে সকাল পৌনে দশটায় জেলা সদরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লব মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুপ্রিয় চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, ইউনাইটেড পিপল ডেমোক্রটিক ফ্যন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রতিনিধি রিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অর্পন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান৷ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি কলেজ কমিটির সহ সভাপতি নিক্সন চাকমা ও উপস্থাপনা করেন কলেজ কমিটির সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা৷

PCP Khagrachari sadar2সমাবেশ থেকে বক্তারা, খাগড়াছড়ি কলেজের পাশে শান্তিনিকেতন হোস্টেল সেনা নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে জনগণের হাতে ফেরত দেয়া, খাগড়াছড়ি মুক্তমঞ্চকে পুলিশের নিয়ন্ত্রণ মুক্ত করা, ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা, পার্বত্য চট্টগ্রাম থেকে অপরেশন উত্তরণ বাতিল করে সেনা ক্যাম্প প্রত্যাহার, সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান৷

সমাবেশ শেষে একটি র্যালী সূর্যশিখা কাবের মাঠ থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়৷

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More