প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামগড় ও গুইমারায় গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা

0

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় ও গুইমারায় ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম। আজ মঙ্গলবার (৩ এপ্রিল ২০১৮) পৃথক পৃথকভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় :  রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপি’র পশ্চিম কুমারী পাড়া এলাকায় আজ দুপুর ১২টার সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় এলাকার ছাত্র-যুবক-নারী ও বিশিষ্ট মুরুব্বীরা অংশগ্রহণ করেন।

পরম বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক কসম ত্রিপুরা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা, ইউপিডিএফ এর রামগড় ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা, ২নং পাতাছড়া ইউপি’র গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কুচাই ত্রিপুরা, গুজাপাড়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুরেন্দ্র ত্রিপুরা, পিসিপি’র রামগড় উপজেলা শাখার সহ-সভাপতি সুরেশ চাকমা, নাজিরাম পাড়া গ্রামের মুরুব্বী অবিন্দ্র ত্রিপুরা, বড় বেলছড়ির পাড়া কার্বারী থপুরায় ত্রিপুরা, তৈচাকমা পাড়ার চট্টগ্রাম হাজি মহসিন কলেজের অনার্সের ছাত্র ভূবন ত্রিপুরা, রামগড় কলেজের ছাত্র ভবেশ ত্রিপুরা, মরা কয়লা পাড়ার মুরুব্বী সোনা রতন চাকমা, হাচুক পাড়া যুব ফোরামের সভাপতি বিশু ত্রিপুরা, রামগড় উপজেলা শাখার পিসিপি’র সভাপতি সেমন্ত ত্রিপুরা প্রমুখ। 

যুব ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা বলেন, যুব সমাজকে নেশায় আসক্ত করে শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তাসমূহকে ধ্বংসের চক্রান্ত জারি রেখেছে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ইউপিডিএফ সংগঠক অপু ত্রিপুরা বলেন, রামগড় উপজেলায় বিজিবি’র সহায়তায় সেটলার বাঙালি কর্তৃক সাস্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। পাহাড়িদেরকে তাদের বংশপরম্পরার ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। তিনি ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে এগিয়ে আসতে ছাত্র-যুবকদের প্রতি আহ্বান জানান।

বেলছড়ি পাড়ার কার্বারী থপুরায় ত্রিপুরা বলেন, আমাদের ভূমি আমাদের প্রাণ। আমাদের বংশপরম্পরায় বসবাসকৃত জায়গা-জমি বেদখলের হয়ে গেছে। যা অবশিষ্ট আছে তা রক্ষা করার জন্য যুবকদেরকে ভূমিকা রাখতে হবে।

গুইমারা : ‘জাতীয় ক্রান্তিলগ্নে যুব শক্তির উত্থান আসন্ন শাসক চক্রের লেজুর, দালাল-প্রতিক্রিয়াশীলদের বাড়া বাড়ি ও ভাড়াটে গুন্ডাদের খুন – অপহরণ ও গুন্ডামি বরদাস্ত করবেন না’ এই আহ্বানে সকাল ১১টায় গুইমারা সদর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিরন ত্রিপুরার সভাপতিত্বে ও দিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মাটিরাঙ্গা ইউনিটের সংগঠক পনব ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক পলাশ চাকমা, পিসিপি গুইমারা উপজেলা শাখার সভাপতি অভি চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি নেপাল ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সরকারের চর জাতীয় বেঈমান-দালাল-প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। তারা পাহাড়ি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম জোরদার করতে গণতান্ত্রিক যুব ফোরামের পতাকাতলে সমাবেত আহ্বান জানান।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More