প্রয়াত শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসার স্মরণে গুইমারায় ইউপিডিএফের স্মরণসভা

0

গুইমারা প্রতিনিধি ।।  সদ্য প্রয়াত শিক্ষাবিদ ও সমাজ হিতৈষী অনন্ত বিহারী খীসা’র স্মরণে গুইমারায় স্মরণসভা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গুইমারা ইউনিট।

আজ শনিবার (৬ মার্চ ২০২১) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত স্মরনসভা শুরুতে সদ্য প্রয়াত অনন্ত বিহারী খীসাসহ পার্বত্য চট্টগ্রামে আন্দোলনে সকল শহীদদেরও শ্রদ্ধা জানানো হয়।

“অগণিত মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকো হে গুণী” শ্লোগানে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফের গুইমারা ইউনিটের সংগঠক তানিমং মারমা।

ইউপিডিএফ সদস্য নিশান-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম নেতা শুভ চাকমা, বৃহত্তর পার্বত‍্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা সভাপতি অনিমেষ চাকমা ও এলাকার সচেতন যুবক নিপ্রু মারমা।

স্মরণসভায় শুভ চাকমা বলেন, অনন্ত বিহারী খীসা হলেন পার্বত্য চট্টগ্রামের একটি উজ্জ্বল নক্ষত্র। তাঁর প্রয়াণে জুম্ম জাতি এক গুণী শিক্ষাবিদ, সমাজ হিতৈষী, জাতির অভিভাবক ও পথ প্রদর্শককে হারালাম।

তিনি আরও বলেন, আমি তাঁর দর্শন পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। পার্বত্য চট্টগ্রামের মানুষের বেঁচে থাকার প্রেরণা এবং আন্দোলন বেগবান করার জন্য আমাদের মাঝে অনুপ্ররণা দিয়ে গেছেন অনন্ত বিহারী খীসা। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে তাঁর যে স্বপ্ন, তা বাস্তবায়নের জন্য যুব সমাজকে তাঁর আদর্শ, স্বপ্ন নিয়ে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনিমেষ চাকমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে অনন্ত বিহারী খীসার অবদান অপরিসীম। তিনি ছাত্র জীবনে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে জুম্ম জনগণের জাতীয় চেতনা বিকাশে ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষকতাকালীনও ছাত্রদের সমাজ ও জাতির জন্য কাজ করতে উৎসাহ যুগিয়েছেন।

নিপ্রু মারমা বলেন, অনন্ত বিহারী খীসা আমাদের নাজেহাল সমাজকে পরিবর্তন করার সর্বদা প্রচেষ্টা চালিয়ে গেছেন। তিনি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরোধী ছিলেন। কাপ্তাই বাঁধ নির্মাণের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সময়ে জুম্ম জনগণের উপর অন্যায় ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছেন। তাঁর মতো এমন আদর্শিক, গুণী ব‍্যক্তি সমাজে বড়ই প্রয়োজন।

সভাপতির বক্তব্যে তানিমং বলেন, একজন শিক্ষক, সমাজ সচেতন ব‍্যক্তি হিসেবে অনন্ত বিহারী খীসা’র অবদান অপরিহার্য । তাঁর আদর্শিক নীতি, গুণাবলী অনুসরণ করে ছাত্র, যুবকরা যদি পথ চলে তাহলে আদর্শিক ব‍্যক্তি হিসেবেই সে সমাজে গড়ে উঠবেই।

স্মরণসভায় এলাকার শিক্ষার্থী, যুবক-যুবতি ও গণ‍্যমান্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে খাগড়াছড়ি সদরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More