লক্ষীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
অপহরণের ৩ দিন অতিবাহিত হলেও লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের শুকনাছড়ি থেকে বোরকা সন্ত্রাসী কর্তৃক অপহৃত তিন গ্রামবাসীর এখনো কোন খোঁজ মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও অপহৃতদের উদ্ধারে এখনো পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোন খোঁজ না পেয়ে অপহৃতদের পরিবারগুলো খুবই উদ্বেগের মধ্যে দিনযাপন করছে। তারা অপহৃতদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে বোরকা পার্টি প্রতিরোধ কমিটি আগামীকাল রবিবার থেকে এক সপ্তাহের জন্য লক্ষ্মীছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছে।
উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর মধ্যরাতে দক্ষিণ শুকনাছড়ি গ্রামের শান্তি কুমার চাকমা, আনন্দ চাকমা ও উত্তর শুকনাছড়ি গ্রামের সুরেশ কান্তি চাকমাকে সেনা মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।