সিএইচটিনিউজ.কম
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তদেকমারা কিজিঙ এলাকা থেকে গত ১৮ জুন বুধবার সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক আটক হওয়া ৪ নিরীহ ব্যক্তি আজ সোমবার রাঙামাটি জেলা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন- বিটন চাকমা, স্মৃতিময় চাকমা, কিরণ চাকমা ও আশীষ চাকমা ওরফে বাঘ্যা।
উল্লেখ্য, তদেকমারা কিজিঙে বৌদ্ধ ভাবনা কুটির নির্মাণে সেনা-প্রশাসনের বাধাদানের প্রতিবাদে এলাকাবাসীর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে গাড়ি পোড়ানোর অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ গত বুধবার তদেকমারা কিজিঙ এলাকায় দোকানে আসা ৭ নিরীহ ব্যক্তিকে আটক করে। পরে বাঘাইছড়ি থানা থেকে ৩ জনকে ছেড়ে দেয়া হলেও উক্ত ৪ জনকে মিথ্যা মামলা দিয়ে রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়।
সোমবার সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সিরাজুদ্দৌল্লাহ কুতুবি তাদের জামিন মঞ্জুর করেন। এরপর বিকালে তারা কারাগার থেকে মুক্তি পান।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।