রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার বনবিহার গেট সংলগ্ন কাট্টলতলা (লংগদুর মেইন রাস্তা) নামক স্থানে আজ ২ জুন ২০১৭ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে সেটলার বাঙালিরা পাহাড়িদের দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া তিনতিলা গ্রামেও হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে গতকাল এক বাঙালি মোটর সাইকেলের লাশ উদ্ধারকে কেন্দ্র করে সেটলাররা এই হামলা চালাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী পাহাড়িদের বেশ কয়েকটি দোকান, বাড়ি ও জেএসএস’র অফিস পুড়িয়ে দিয়েছে সেটলাররা।
এর মধ্যে লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান কলিন মিত্র চাকমা ও আটরক ছড়া ইউনিয়ন চেয়ারম্যান মঙ্গলের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন জায়গায় হামলার ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানা সম্ভব হয়নি। বিস্তারিত জানা গেলে পরে আপডেট দেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পাহাড়িরা ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে…
————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।