ভারতের বুদ্ধ গয়ায় মহাবোধি মন্দিরে বোমা হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
 
খাগড়াছড়ি: গত ৭ জুলাই ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় মহাবোধি মন্দিরে বোমা বিস্ফোরণের প্রতিবাদে আজ ৯ জুলাই মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বৌদ্ধ ভিক্ষুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বস্তরের বৌদ্ধ জনগণের ব্যানারে শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সুমনা লংকার মহাথেরোর সভাপতিত্বে বক্তব্য রাখেন অগ্রজ্যোতি স্থবীর, তেজবংশ স্থবীর, সুগত লংকার ভিক্ষু, নন্দ প্রিয় স্থবির, অনন্ত বিহারী খীসা, বিনোদ বিহারী চাকমা, রূপন কান্তি বড়ুয়া ও সুগত রঞ্জন চাকমা প্রমুখ।ঘন্টাব্যাপী মানবন্ধনে জেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ ভিক্ষু ছাড়াও  নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় তারা ‘মানবতার মূর্ত প্রকৃতিতে বোমা হামলা সাম্প্রদায়িক সম্প্রীতির পদমূলে কুঠারাঘাত’ ‘বৌদ্ধ জাতির মহা তীর্থ স্থান বুদ্ধ গয়ায় হামলা মানে বিশ্বের সকল বৌদ্ধ জাতির আত্মাকে আঘাত করা’  ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাতীর্থ স্থান বুদ্ধ গয়ায় হামলা কেন? ভারত সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধন থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More