মহালছড়িতে শিক্ষক হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ নানিয়ারচর উপজেলা শিক্ষক সমিতির

0

সিএইচটিনিউজ.কম
Mohalchariনিজস্ব প্রতিনিধি, মহালছড়ি : রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার নিম্ন কেঙেলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এর হত্যাকারী যেই হোক চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি নানিয়ারচর উপজেলা শাখা।

সমিতির নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলাধীন নিম্ন কেঙেলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা দীর্ঘদিন নিষ্ঠা, ন্যায়পরায়ন, সততা ও দক্ষতার সহিত শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন। এমনকি অনেক ছাত্র-ছাত্রীকে জ্ঞান দান করে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। অথচ তাকে গত ১১ মার্চ বুধবার গভীর রাতে তার নিজ গ্রাম ক্যায়াংঘাটের নিজ বাড়িতে কে বা কারা ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে। এভাবে একজন সৎ ও অভিজ্ঞ শিক্ষককে হত্যার জন্য তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় বুধবার গভীর রাতে নানিয়ারচর উপজেলাধীন নিম্ন কেঙেলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা অজ্ঞাত পরিচয়ধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কেঙেলছড়ির নিজ বাড়িতে খুন হন। এতে নিহতের স্ত্রী বিরলতা চাকমা আহত হন।
————————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More